যুক্তরাষ্ট্রে মেয়েদের সঙ্গে ছবি তুলতেই সময় যাচ্ছে জায়েদ খানের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩
ঢালিউডের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান এই অভিনেতা গণমাধ্যমকে জানালেন, যুক্তরাষ্ট্রে নাকি মেয়েদের সঙ্গে ছবি তুলতে তুলতেই দিনের বেশিরভাগ সময় চলে যাচ্ছে তার!
সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতেই যুক্তরাষ্ট্রে যান জায়েদ খান।
নিউ ইয়র্ক ও ভার্জিনিয়ার দুইটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। নিউ ইয়র্কের অনুষ্ঠানে সমালোচনার কবলেও পড়েন। তবে ভার্জিনিয়ার দর্শকেরা জায়েদের নাচ বেশ উপভোগ করেছেন বলে জানালেন জায়েদ খান।
আরও পড়ুন: নতুন ছবিতে আলোচনায় সামিরা মাহি
ইতোমধ্যে জায়দ খানকে নায়াগ্রা জলপ্রপাতের নিকট দেখা যায়। তিনি জানালেন জানান, তিনি ঘোরারই সময় পাচ্ছেন না। যুক্তরাষ্ট্রে যেখানে যাচ্ছেন সেখানেই মেয়েদের সঙ্গে ছবি তুলতে একটা বড় সময় ব্যয় হয়ে যাচ্ছে।
আরও পড়ুন: কাউকে হতাশ করতে চাই না: ম্যাডোনা
এ নায়কের ভাষ্য, “নায়াগ্রা জলপ্রপাতের কাছে পূজা চেরীর সঙ্গে তার দেখা হয়নি। তবে অন্যান্য অনেক মেয়ে তার সঙ্গে ছবি তুলেছে। এখানকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। যেখানেই যাচ্ছি মেয়েরা এসে ছেকে ধরছে। প্রত্যেকেই আমার সঙ্গে ছবি তুলতে চায়। এককভাবে ছবি তোলে, তারপরে সবাই মিলে। এতো মেয়ের সঙ্গে ছবি তুলতে গেলে কত সময় খরচ হয়! অবশ্য আমার খারাপ লাগছে না। আমার সঙ্গে ছবি তুলে আনন্দ পেলে সেটা আমার জন্যও আনন্দের”
জেবি/এসবি