ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিল সৌদি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:২২ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩


ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিল সৌদি
ফাইল ছবি

সৌদি আরবের পবিত্র হজ শেষে ওমরাহ মন্ত্রণালয় পবিত্র ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) থেকে ওমরাহর অনুমতিপত্র দেয়া শুরু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।


বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নুসুক অ্যাপ অথবা তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি নাগরিক, প্রবাসী ও জিসিসি দেশগুলোর পর্যটকরা এ অনুমতিপত্র নিতে পারবেন।


আরও পড়ুন: চলতি বছর হজে গিয়ে প্রাণ হারিয়েছে ৯১ বাংলাদেশি


ওমরাহযাত্রীদের সেবা আরও উন্নত করার অংশ হিসেবে এই অ্যাপগুলোর ব্যবহার শুরু হয়েছে। এছাড়া এটি সৌদি ভিশন ২০২৩ এরও অংশ। ওমরাহপ্রত্যাশী ও পর্যটকরা যেন সহজেই নির্দিষ্টকৃত ওমরাহর অনুমতি পেতে পারেন; সে উদ্দেশ্যে নুসুক অ্যাপটি তৈরি করা হয়েছে।


তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের সঙ্গে নুসুক অ্যাপ একীভূত করার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য— অনুমতিপত্র চাওয়া আবেদনকারীদের স্বাস্থ্যগত বিষয়টি যাচাই করার বিষয়টিও সহজ করেছে।


আরও পড়ুন: হজ পালন শেষে ফিরলেন সেনাবাহিনী প্রধান


এছাড়া সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয় সৌদি আরবের বাইরের নাগরিকদেরও ওমরাহর জন্য স্বাগত জানানোর ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের সৌদিতে প্রবেশসহ সবকিছু সহজীকরণের জন্য ওমরাহর ই-ভিসা চালু করেছে দেশটির সরকার। সূত্র: আল আরাবিয়া


জেবি/এসবি