সিনেমার মাঠে ধোনি, প্রকাশ্যে এলো ট্রেলার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৪০ এএম, ১৩ই জুলাই ২০২৩

ভারতের জাতীয় দলের সফল অধিনায়ক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটের সর্বোচ্চ সম্মান এনে দেওয়ার পর এবার চলচ্চিত্রে নির্মাণে মন দিয়েছেন তিনি।
গেল বছর ঘোষণা করেন নিজের প্রযোজনা সংস্থা ‘ধোনি এন্টারটেইনমেন্ট’ এর। সেই প্রযোজনা সংস্থা থেকে শুরুতেই তামিল ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছেন মাহেন্দ্র সিং ধোনি। তার প্রযোজনায় প্রথম ছবির নাম ‘লেটস গেট ম্যারেড’। ছোট করে যাকে বলা হচ্ছে ‘এলজিএম’।
সোমবার (১০ জুলাই) মু্ক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। এটি পুরোপুরি বিনোদনমূলক চলচ্চিত্র বলে জানানো হয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়।
আরও পড়ুন: শাহরুখের ‘জওয়ান’ নিয়ে যা বললেন সালমান
ক্যাপশনে লেখা হয়েছে, “এলজিএম একটি রঙিন ও মজার বিনোদনমূলক চলচ্চিত্র, জুলাইয়ে এটি বড়পর্দায় আসছে।” রোমান্টিক কমেডি ধাঁচের এই চলচ্চিত্রে বিয়ে করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে দেখা যাবে অল্পবয়সী যুবক-যুবতীকে। সিনেমার ট্রেলারটি ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকদের।
আরও পড়ুন: পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে গিয়ে বিপাকে মৌনি রায়
রবিবার (৯ জুলাই) চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘এলজিএম’র ট্রেলার ও অডিও উন্মোচন অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন এম এস ধোনি, সাক্ষী ধোনি ও সিনেমার নায়ক হরিশ কল্যাণ।
জেবি/এসবি