Logo

মুশফিক-লিটনের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
12Shares
মুশফিক-লিটনের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

জিতলেই সিরিজ নিশ্চিত, হারলে থাকতে হবে অপেক্ষায়—এমন সমীকরণের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেছে বাংলাদেশ। ...

বিজ্ঞাপন

জিতলেই সিরিজ নিশ্চিত, হারলে থাকতে হবে অপেক্ষায়—এমন সমীকরণের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেছে বাংলাদেশ। 

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে দলীয় ৩৮ রানের মাথায় তামিম ইকবাল বিদায় নেন ১২ (২৪) রান করে ফজল হক ফারুকির বলে এলবিডব্লু হয়ে। তামিমের বিদায়ের পর ৫৪ বলে ৪৫ রানের জুটি বেঁধেছিলেন লিটন দাস ও সাকিব।

দুজনের জুটিতে স্কোরবোর্ডে দ্রুত রান যোগ হতে থাকলে বাধা হয়ে দাঁড়ান রশিদ খান। নিজের প্রথম ওভার করতে এসে দ্বিতীয় বলেই সাকিবকে ফেরান সাজঘরে।

বিজ্ঞাপন

৩৬ বলে ২০ রান করে সাকিব শিকার হন এলবিডব্লুর। সিরিজের প্রথম ম্যাচে সাকিব ১০ রান করে ফিরেছিলেন মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে।

সাকিবের বিদায়ের পর মুশফিকুর রহিমকে নিয়ে ধীরে এগুচ্ছেন লিটন দাস। ৬৮ বলে লিটন তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। ২৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৫৩ রান।

বিজ্ঞাপন

লিটন দাস ৬০ (৭৩) ও মুশফিকুর ৩৩ (৪০) রানে অপরাজিত রয়েছেন। দুজনের জুটি থেকে এসেছে ৭০ (৮২) রান।

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD