অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করছে পাকিস্তান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৩


অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করছে পাকিস্তান
ছবি: সংগৃহীত

সরকারের মেয়াদ শেষ হওয়ার পর আগামী মাসে (আগস্টে) অন্তর্র্বতীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বলে জাতিকে আশ্বস্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।


বৃহস্পতিবার (১৪ জুলাই) সরাসরি ভাষণে শাহজাব শরিফ এ কথা বলেন।


শাহবাজ শরিফ বলেন, ‘২০২৩ সালের আগস্টে আমরা অন্তর্র্বতী সরকারকে দায়িত্ব দেব।’


তিনি বলেন, ‘আমরা ১৫ মাসে চার বছরের জগাখিচুড়ি পরিষ্কার করেছি এবং অর্থনৈতিক ও বৈদেশিক সম্পর্কের ফ্রন্টে যে আগুন লেগেছিল তা নিভিয়ে দিয়েছি। আমাদের জোট সরকার ১৫ মাসের ক্ষমতায় রাষ্ট্রকে বাঁচিয়েছে, রাজনীতিকে নয়।


প্রধানমন্ত্রী শাহবাজ যোগ করেছেন, তিনি দৃঢ় বিশ্বাসী যে পাকিস্তান দিনরাত কাজ করে ষড়যন্ত্রের মুখোমুখি হতে পারে।


তিনি পিটিআই সরকারের আমলে আইএমএফের সঙ্গে চুক্তির প্রসঙ্গ টেনে বলেন, সর্বশেষ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রোগ্রাম অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে ছিল। তবে, এখন আরেকটি নতুন স্ট্যান্ড-বাই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


আরও পড়ুন:৩০০ কোটি ডলার ঋণ পাচ্ছে পাকিস্তান


এছাড়াও চীন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) পাকিস্তানের কঠিন সময়ে ‘আন্তরিকভাবে’ সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। এমনকি তার সরকার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য একটি ব্যাপক পরিকল্পনাও তৈরি করেছে বলে জানিয়েছেন।


দেড় বছরে ক্ষমতায় থেকে দেশকে হতাশা থেকে বের করে এনে আশার আলো দেখিয়েছেন বলে ব্যক্ত করেন শাহবাজ শরিফ। তার সরকারের এই সময়কালকে বেকারত্ব থেকে পুনরায় কর্মসংস্থানের দিকে যাত্রা বলেও মন্তব্য করেছেন।


শাহজাব শরিফ আরও বলেন, ‘স্বল্প মেয়াদে গঠিত একমাত্র জোট সরকার। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) নেতৃত্বাধীন সরকার উপসাগরীয় দেশগুলো থেকে কৃষি, শিল্প, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগের পথ প্রশস্ত করছে। ব্যবসায়িক এবং বিনিয়োগ সম্প্রদায়ের আস্থা ধীরে ধীরে পুনরুদ্ধার করা হচ্ছে। এখন ঋণের চক্র ভাঙার সময়।


জেবি/ আরএইচ/