কিয়েভজুড়ে ব্যাপক বিস্ফোরণ, সামরিক ঘাঁটিতে হামলা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কিয়েভজুড়ে ব্যাপক বিস্ফোরণ, সামরিক ঘাঁটিতে হামলা

ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। কিয়েভের সামরিক ঘাঁটিতে হামলা করেছে রাশিয়ার সামরিক বাহিনী। একইসঙ্গে পূর্ব ইউরোপের এই দেশটির রাজধানীজুড়ে ব্যাপক গোলাবর্ষণও শুরু হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) ইউক্রেনের সেনা কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

আলজাজিরা জানায়, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ বাহিনীর ওই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইন্টারফ্যাক্স ইউক্রেন বার্তা সংস্থা বলেছে যে রাশিয়ান সৈন্যরা শহরের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দখল করার চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে,কিয়েভ শহরের কেন্দ্র থেকে কিছুটা দুরে ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। তবে কোথায় বিস্ফোরণ ঘটছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে রুশ সেনাদের হামলা শুরুর পর ৪৮ ঘণ্টারও কম সময়ে ইউক্রেনের ৫০ হাজারের বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, পালিয়ে