রাশিয়ার ৩৫০০ সেনা নিহত, বন্দি আরও ২০০: দাবি ইউক্রেনের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রাশিয়ার ৩৫০০ সেনা নিহত, বন্দি আরও ২০০: দাবি ইউক্রেনের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত সাড়ে ৩ হাজারের বেশি রুশ সেনা নিহত এবং ২০০ জনকে বন্দি করা হয়েছে বলে দাবি ইউক্রেনের।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

এক ফেসবুক পোস্টে ইউক্রেনের সামরিক বাহিনী এ দাবি করেছে। শনিবার বিবিসি এ খবর জানায়।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর দেশটির সব স্থানে গণমাধ্যম কর্মীদের অবাধ চলাফেরা বন্ধ থাকায় প্রকৃত পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া কঠিন হয়ে পড়েছে।

কিয়েভে বোমা বিস্ফোরণের মধ্যে হতাহতে আসল সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এ কারণে ইউক্রেনের সামরিক বাহিনীর এ দাবি যাচাই করা সম্ভব হয়নি।

সামরিক বাহিনী আরও বলছে, অন্তত ২০০ রুশ সেনাকে আটক করা হয়েছে।

তারা বলছেন, যুদ্ধে রাশিয়া ১৪টি বিমান, আটটি হেলিকপ্টার ও ১০২টি ট্যাংক হারিয়েছে। বিবিসি স্বতন্ত্রভাবে এসব দাবি যাচাই করতে পারেনি।

তবে রাশিয়া এখনও তাদের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানী নিয়ে কথা বলেনি।

ওআ/