রাশিয়ার পরিকল্পনা ভেস্তে দিয়েছি: ইউক্রেনের প্রেসিডেন্ট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রাশিয়ার পরিকল্পনা ভেস্তে দিয়েছি: ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, রাতের মধ্যেই তাকে বন্দী করে নিজেদের পছন্দের নেতাকে বসানোর রুশ পরিকল্পনা ভেস্তে দিয়েছে তার দেশের সেনারা।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

এসময় ইউক্রেনে হামলা বন্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দিতে রুশ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেন, আমরা তাদের পরিকল্পনা ভেস্তে দিয়েছি। তিনি বলেন, কিয়েভ এবং অন্যান্য শহরের আশপাশে ইউক্রেনের বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে।

এসময় তিনি আরও বলেন, তার দেশ ইউরোপিয় ইউনিয়নের সদস্য হওয়ার অধিকার অর্জন করেছে। প্রসঙ্গত, ইউক্রেন এখন ইউরোপিয় ইউনিয়নের সদস্য নয়। কিন্তু ইউরোপিয়ান ব্লকটিতে যোগ দিতে নিজেদের সংবিধানে প্রয়োজনীয় সংশোধন এনেছে দেশটি।

ওআ/