অঙ্কুশকে খোঁচা দিলেন মিমি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩
টলিউডে অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর বন্ধুত্বের কথা কে বা না জানে, তাদের খুনসুটির কথাও সবাই জানে। সুযোগ পেলেই একে অন্যকে খোঁচা মারতে ছাড়েন না তাঁরা। এবার সেটা প্রকাশ্যে এলো নেটমাধ্যমে।
মঙ্গলবার (১৮ জুলাই) রাতে সামাজিকমাধ্যমে নিজের একটি নিজের ছবি পোস্ট করেন অঙ্কুশ। যেখানে তার মাথায় কালো ব্যান্ড ও গালে হাত দেওয়া অবস্থায় ধরা দেন তিনি।
ক্যাপশনে লেখেন, ‘ছেলেরা কেন কোনো পোজ খুঁজে পায় না? এটা আমার ২৪টা সেলফি তোলার পর সিলেক্ট করা। মানে ভাবুন বাকিগুলো কতটা খারাপ ছিল। (হাসিতে লুটিয়ে পড়ার ইমোজি দিয়ে) যাই হোক প্রেস্টিজের ব্যাপার লাইক দেবেন।’
স্বাভাবিকভাবেই অঙ্কুশের এই পোস্টে অনেকেই লাইক দিয়েছেন। ‘অনুরোধ না করলেও আপনাকে সবাই লাইক অবশ্যই দেবে’, এমন কথাও লিখেছেন এক অনুরাগী। তবে এই ছবিতেই মিমির টিপ্পনি, ‘যার যেমন মুখ তেমনই ছবি উঠবে।’ নিজের লেখার শেষে আবার ভ্রু তোলা ইমোজিও শেয়ার করেছেন অভিনেত্রী-সাংসদ।
যদিও পুরো বিষয়টি ঘটেছে মজার ছলে। পুরনো বন্ধুত্ব বলে কথা, এমনটাই অনেকের মত। অঙ্কুশ ও মিমিকে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা গেছে ‘ভিলেন’ ও ‘কি করে তোকে বলবো’র মতো সিনেমায়।