প্রহেলিকা এবার দেশ ছেড়ে বিদেশে
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩
ঈদে বেশ কয়টি সিনেমা মুক্তি পেয়েছে বাংলাদেশে। তাঁর মধ্যে প্রিয়তমা , সুরঙ্গ সিনেমা নিজেদের দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নাম কুড়িয়েছে।এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে দেশের আরেকটি সিনেমা 'প্রহেলিকা'। সিনেমাটি আগামী ৫ আগস্ট অস্ট্রেলিয়ার ৬টি শহরে মুক্তি পাচ্ছে। সেখানে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছে দেশি ইভেন্টস ও পথ প্রডাকশন।
প্রতিষ্ঠান ২টির পক্ষে দেশি ইভেন্টসের কর্ণধার সাঈদ ফয়েজ জানিয়েছেন, আগামী ৫ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার ৬টি শহরে 'প্রহেলিকা' মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে সিডনি ও মেলবোর্ন শহরের প্রথম সপ্তাহের সব টিকেট বিক্রি হয়ে গেছে।
তিনি বলেন, 'আশা করছি সিনেমাটি অস্ট্রেলিয়ায় সাড়া ফেলব। টিকিট বিক্রি বাড়লে আমরা হল ও শোয়ের সংখ্যা আরও বাড়াব।'
চয়নিকা চৌধুরী পরিচালিত 'প্রহেলিকা' সিনেমা দিয়ে দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় ফিরেছেন মাহফুজ আহমেদ। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি।
রঙ্গন মিউজিক প্রযোজিত সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। এতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকেই।