পিংকি রায়ের মৃতদেহ নিয়ে শিলচরে প্রতিবাদ


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩


পিংকি রায়ের মৃতদেহ নিয়ে শিলচরে প্রতিবাদ
ছবি: জনবাণী

নিখোঁজ হওয়ার ৩ দিনের মাথায় আসাম রাজ‍্যরে কাছাড়জেলার ধোয়ারবন্দে পিংকি রায়ের পচাঁগলা লাশ উদ্ধারের ঘটনায় উত্তাল হয়ে উঠল শিলচর রাঙ্গিরখাড়ি এলাকা। এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শহরের রাঙ্গিরখাড়িতে মূল সড়কের ওপর মৃতদেহ রেখে প্রতিবাদে মুখর হন স্থানীয় জনতা।


পরিস্থিতি মোকাবিলায় দফায় দফায় নামানো হয় পুলিশ ও সিআরপিএফ বাহিনী। 


জানা গেছে, গত (১৬ জুলাই) রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে পিংকির বাবা নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করেছিলেন। এরপরই পুলিশ এনিয়ে তদন্ত শুরু করে। 


মঙ্গলবার (১৮ জুলাই ) দুপুরে ধোয়ারবন্দ থানার সন্নিকটে একটি নির্মীয়মান ভবনে কাজ করতে গিয়ে রাজমিস্ত্রীরা দুর্গন্ধ পান। সেখানে একটি মেয়ের পঁচাগলা লাশ দেখতে পেয়ে ধোয়ারবন্দ থানায় সংবাদ দেন তারা। 


আরও পড়ুন: মুসলমানরা ভালোবাসায় বিশ্বাসী, ভারতে এসে মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব


এরপর পুলিশ পিংকির পরিবারের সদস্যদের খবর দেন। মেয়ের পরিবারের লোকজন খবর পেয়ে ছুটে যান ধোয়ারবন্দ এলাকায়। তারা মৃতদেহ শনাক্ত করেন। 


পিংকির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাকে গলায় ফাঁস লাগিয়ে অত‍্যন্ত কষ্ট দিয়ে হত‍্যা করা হয়েছে। যারা এর পেছনে জড়িত রয়েছে তাদের এনকাউন্টার করে মারা হোক। পরিবারের পক্ষ থেকে এ ব‍্যাপারে মুখ‍্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। 


পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। অপরাধীরা খুব শীঘ্রই ধরা পড়বে।


জেবি/ আরএইচ/