পাকিস্তানে দেয়াল ধসে ১৩ শ্রমিকের মৃত্যু


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ২০শে জুলাই ২০২৩


পাকিস্তানে দেয়াল ধসে ১৩ শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে দেয়াল ধসে কমপক্ষে ১৩ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিঁখোজ রয়েছে। 


স্থানীয় সময় বুধবার (১৯ জুলাই) এ ঘটনা ঘটে। ভারি বৃষ্টিপাতের কারণে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। 


গুলরাহ মুর এলাকার পেশোয়ার সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের কাছে প্রবল বৃষ্টির কারণে দেয়াল ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।


আরও পড়ুন: পিংকি রায়ের মৃতদেহ নিয়ে শিলচরে প্রতিবাদ


এরা সকলেই শ্রমিক। তারা দেয়ালের কাছে তাঁবুতে ঘুমাচ্ছিলেন। দেয়ালটি ১০০ ফুট চওড়া ও ১১ ফুট উঁচু ছিল। উদ্ধারকারী দল ধসে পড়া দেয়ালের নিচ থেকে ১২টি লাশ উদ্ধার করে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। 


আরও পড়ুন: সেতুর ওপর বিদ্যুৎস্পৃষ্টে ১৫ জনের মৃত্যু


এদিকে ইসলামাবাবদ পুলিশ জানায়, দেয়াল ধসে নিহত হয়েছে ১১ বছর বয়সী একটি কন্যাশিশু। মৌসুমি ভারি বৃষ্টিতে দুটি শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সূত্র : জিও নিউজ


জেবি/এসবি