হিরো আলমের ওপর হামলা: মূল দুই হামলাকারী গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৩


হিরো আলমের ওপর হামলা: মূল দুই হামলাকারী গ্রেফতার
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের দিন  স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় মূল হামলাকারী মানিক গাজী ও আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। 


বুধবার (১৯ জুলাই) রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, মানিক ও আল আমিন হামলার সঙ্গে সরাসরি জড়িত।


তিনি বলেন, “সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। হামলার সময় হিরো আলমের কোমর ধরে রেখেছিল মানিক, আর তাকে মারধর করেছেন আল আমিন।”


আরও পড়ুন: ডিবি কার্যালয়ে হিরো আলম


এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মানিক ও আল আমিন ছাড়া বাকি সাতজন হলেন ছানোয়ার কাজী (২৮), বিপ্লব হোসেন (৩১), মাহমুদুল হাসান (২৭), মোজাহিদ খান (২৭), আশিক সরকার (২৪), হৃদয় শেখ (২৪) ও সোহেল মোল্লা (২৫)।


আরও পড়ুন: হিরো আলমকে মারধর: বিভাগীয় তদন্ত কমিশন গঠন করছে ইসি


উল্লেখ্য, এর আগে সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন। পরে তাকে চিকিৎসার জন্য রামপুরার বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়। এরপর সন্ধ্যায় ভোট প্রত্যাখ্যানের ঘোষণা করেন হিরো আলম। একই সঙ্গে তিনি এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবেন না বলে জানান।


এ ঘটনায় অজ্ঞাত পরিচয়ে ১৫ থেকে ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ।


জেবি/এসবি