গলা টিপে পিংকিকে খুন, সাংবাদিক সম্মেলনে জানালেন এসপি
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৩
আসামরাজ্যরে শিলচর রাঙ্গিরখাড়ির কিশোরী পিংকি রায়কে খুন করেছে পিনাক শুক্লবৈদ্য। আটক করার পর সে খুনের ঘটনাটি স্বীকার করলে অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (২০ জুলাই) কাছাড় জেলার পুলিশ সুপার নুমুল মাহাতো সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন।
পুলিশ সুপার আরও জানান, বুধবার (১৯ জুলাই) হাইলাকান্দি জেলার লালার আব্দুল্লাহপুরে তার বাড়ি থেকে পিনাককে পুলিশ আটক করে। এরপর শিলচরে তাকে নিয়ে আসা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালালে সে ঘটনার সত্যতা স্বীকার করে।
আরও পড়ুন: পিংকি রায়ের মৃতদেহ নিয়ে শিলচরে প্রতিবাদ
তিনি আরও জানান, পিংকি রায়ের সঙ্গে পিনাকের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। পিনাক ব্যাঙ্গালুরু থেকে এসে পিংকিকে নিয়ে যায় ধোয়ারবন্দে। সেখানে একটি নির্মীয়মান ভবনে গিয়ে দুইজনের মধ্যে তুমুল ঝগড়ার সৃষ্টি হয়, তারপর পিনাক গলা টিপে পিংকিকে খুন করেছে বলে স্বীকার করে। পূর্ব পরিকল্পিতভাবে খুন করেছে।
পুলিশ সুপার জানান, ত্রিকোন প্রেমের কারণে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। তিনি তদন্ত অব্যাহত রেখেছেন। এই খুনের পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানান। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে শীঘ্রই গ্রেফতার করা হবে।
জেবি/ আরএইচ/