প্রধানমন্ত্রীর আশ্বাস ছাড়া ঘরে ফিরছেন না শিক্ষকরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৩
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষকরা। নির্বাচনের আগে জাতীয়করণ সম্ভব নয় এ কথা শিক্ষামন্ত্রী জানালেও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও আশ্বাস ব্যতীত কর্মসূচি প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
শুক্রবার (২১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলমান রাখেন শিক্ষকরা।
গত বুধবার জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয়।
আরও পড়ুন: আজও রাজধানীতে চলছে শিক্ষকদের আন্দোলন কর্মসূচি
তাছাড়া বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি গঠন, মাধ্যমিকপর্যায়ের স্কুলের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে শীতের ছুটির সঙ্গে সমন্বয়করণ, ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়ন শেষ করারও নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।
তবে আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় লাগাতার অবস্থান কর্মসূচি চলমান থাকবে।
জেবি/ আরএইচ