Logo

অভিনেত্রী তানিয়া ডেঙ্গু আক্রান্ত

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুলাই, ২০২৩, ০১:৩০
54Shares
অভিনেত্রী তানিয়া ডেঙ্গু আক্রান্ত
ছবি: সংগৃহীত

ডেঙ্গুর লক্ষণ পরীক্ষা করতে দেন ২৪ ঘণ্টা পর পর দিন সন্ধ্যায় জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত

বিজ্ঞাপন

দেশে মারাত্মক আকার ধারণ করেছে ডেঙ্গু। প্রতিদিন হাজার হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে। 

এ পরিস্থিতিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। 

বিজ্ঞাপন

মঙ্গলবার চিকিৎসকের পরামর্শ নেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

তার উপসর্গ দেখেই চিকিৎসক জানান, ডেঙ্গুর লক্ষণ। পরীক্ষা করতে দেন। ২৪ ঘণ্টা পর পর দিন সন্ধ্যায় জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত।

বর্তমানে এই অভিনেত্রী বাসায় চিকিৎসা নিচ্ছেন। এখনো তার প্রচণ্ড জ্বর রয়েছে। নিজের অসুস্থতা নিয়ে তানিয়া জানান, দুই দিন ধরে প্রচণ্ড জ্বর। আমি খুবই অসুস্থ। প্রথম দিন রাতেই জ্বরের জন্য অনেকটা অচেতন অবস্থা। পরে সকালে চিকিৎসক দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। জ্বর ১০২/১০৩ ডিগ্রির নিচে নামছে না। সবাই দোয়া করবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঈদের পর থেকে বেশ কিছু নাটক নিয়ে ভক্তদের কাছ থেকে অনেক প্রশংসা পাচ্ছি। জ্বরের মধ্যেও অনেকে ফোন দিয়ে এবারের নাটকগুলোর প্রশংসা করছেন। কেউ কেউ শিডিউল চাচ্ছেন। অনেকেই জানেন না আমি অসুস্থ। আপাতত সুস্থতা নিয়ে ভাবছি। চিকিৎসকের পরামর্শে ডেঙ্গুর চিকিৎসাসেবা ও খাবার খাচ্ছি। ভালো হলে কাজ অনেক করা যাবে।

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD