মোদির কাছে 'রাজনৈতিক সমর্থন' চাইলেন ইউক্রেন প্রেসিডেন্ট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ইউক্রেনের
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'রাজনৈতিক সমর্থন'
চেয়েছেন।
শনিবার
(২৬ ফেব্রুয়ারি) টুইটে জেলেনস্কি লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা
হয়েছে। আমাদের ভূমিতে এক লাখের বেশি আগ্রমণকারী। তারা কৌশলে আমাদের আবাসিক ভবনে গুলি
চালায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারত যেন সহায়তা করে এর আহ্বান জানিয়েছি।'
ইউক্রেনে
চলমান রুশ হামলার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা একটি খসড়া নিন্দা প্রস্তাবে
ভেটো দিয়েছে রাশিয়া। ভোট দেওয়া থেকে বিরত থেকেছে চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের
মতো দেশ। এই ইস্যুতে প্রভাবশালী তিন দেশ নিন্দা প্রস্তাবে সায় না দেওয়াকে মস্কোর বিজয়
হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে নিন্দা প্রস্তাবে ভারত ভোট না দেওয়ায় ব্যাপক
খুশি হয়েছে রাশিয়া।
এরপরই
মোদির সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
ওআ/