‘সুইফট’ নেটওয়ার্ক থেকে রাশিয়াকে নিষিদ্ধের ঘোষণা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ইউক্রেনে হামলার
জেরে অবশেষে বিশ্বের প্রধান আর্থিক লেনদেনকারী পরিষেবা সুইফট থেকে রাশিয়াকে নিষিদ্ধ
করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমা দেশগুলো।
স্থানীয়
সময় শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে জার্মান সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
খবর বিবিসির।
এছাড়া
এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সহ পশ্চিমা অঞ্চলগুলো ইউক্রেনে রাশিয়ার হামলার তীব্র
নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে
নেতারা বলেন, ‘যেহেতু রাশিয়ার সৈন্যরা কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে হামলা চালিয়েই
যাচ্ছে, সেহেতু আমরা রাশিয়াকে আটকাতে সংকল্পবদ্ধ। রাশিয়াকে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা
এবং আমাদের অর্থনীতি থেকে আরও দূরে সরিয়ে দেওয়া হবে। রাশিয়াকে আন্তর্জাতিক আর্থিক
ব্যবস্থা এবং বৈশ্বিক অর্থনীতি থেকে আরও বিচ্ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
এদিকে,
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইটে লেখেন, ‘আজ রাতে আন্তর্জাতিক অংশীদারদের
সঙ্গে বৈঠক করে রাশিয়াকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার বাইরে সিদ্ধান্ত নিয়েছি। যার মধ্যে
রয়েছে সুইফট থেকে রাশিয়ান ব্যাংকগুলোকে লেনদেন প্রক্রিয়া থেকে বের করে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ
পদক্ষেপ। পুতিনকে তার আগ্রাসনের চড়া মূল্য দিতে হবে, তা নিশ্চিত করতে আমরা একসঙ্গে
কাজ চালিয়ে যাবো।’
এর
আগে বিবিসি জানায়, সুইফট থেকে রাশিয়াকে বাদ দেওয়া হলে দেশটির ব্যাংকিং নেটওয়ার্কে বিরাট
প্রভাব পড়বে। তবে এ প্রভাব রাশিয়া ছাড়িয়ে অন্যান্য দেশেও পড়বে। রাশিয়ার কাছ থেকে তেল
বা গ্যাস ক্রেতা দেশগুলো পড়বে ঝুঁকিতে। সেসব দেশের আর্থিক লেনদেন সারতে ভিন্ন কোনো
চ্যানেল ব্যবহারের কথা ভাবতে হবে।
উল্লেখ্য,
সুইফট বা সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন হলো
একটি অত্যধিক নিরাপদ ম্যাসেজিং সিস্টেম যা আন্তর্জাতিক লেনদেনকে সহজ, দ্রুত, ক্রস বর্ডার
পেমেন্ট এবং আন্তর্জাতিক ব্যবসা সহজেই পরিচালনা করতে দেয়।
বেলজিয়ামভিত্তিক
প্রতিষ্ঠানটি বিশ্বের ২০০টির বেশি দেশে ১১ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে
যুক্ত।
ওআ/