চাপের মুখে চেলসির ‘অভিভাবকত্ব’ ছাড়লেন রুশ ধনকুবের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চাপের মুখে চেলসির ‘অভিভাবকত্ব’ ছাড়লেন রুশ ধনকুবের

এছাড়া ইংল্যান্ডের মাটিতে রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের ফুটবল ক্লাবের মালিকানা নিয়েও উঠেছিল প্রশ্ন। অবশেষে সেই চাপের মুখেই হার মানলেন চেলসির মালিক। মালিকানা না ছাড়লেও, ‘দায়িত্ব ছেড়েছেন ক্লাবের।

ক্লাবের দেখাশোনার দায়িত্ব চেলসিরই চ্যারিটেবল ফাউন্ডেশনের হাতে তুলে দিয়েছেন তিনি। শনিবার (২৬ ফেব্রুয়ারি) চেলসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে জানানো হয়, ক্লাবের মালিকানা না ছাড়লেও আব্রামোভিচ ক্লাবের সকল দায়দায়িত্ব চেলসি ফাউন্ডেশনের ট্রাস্টিদের কাছে হস্তান্তর করেছেন।

সেই বিবৃতিতে রোমান আব্রামোভিচ বলেন, ‘প্রায় ২০ বছরের মালিকানায় আমি সবসময়ই নিজেকে একজন অভিভাবকের ভূমিকায় দেখেছি। সেই অভিভাবক, যার দায়িত্ব হচ্ছে সাফল্য নিশ্চিত করা, আজ যেমন সফল দল আমরা, তেমন সাফল্য। সঙ্গে ভবিষ্যতের জন্যও দলকে গড়া, সেটা আমাদের পরিমণ্ডলে ইতিবাচক ভূমিকা পালন করেই। আমি সবসময়ই হৃদয়ে ক্লাবের সেরা স্বার্থটাকে সামনে রেখেই সিদ্ধান্তগুলো নিয়েছি। সে কারণেই আমি আজ চেলসির দাতব্য সংস্থার তত্ত্বাবধায়কদের হাতে চেলসি ফুটবল ক্লাবের যত্ন নেওয়ার দায়িত্ব হস্তান্তর করছি। ’

চেলসির স্বার্থসহ যাবতীয় বিষয় রক্ষণাবেক্ষণের দায়িত্বটা যে ঠিক হাতেই যে তিনি ন্যস্ত করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার। তিনি আরও যোগ করেন, 'আমি বিশ্বাস করি, তারা এখন ক্লাবের স্বার্থ, খেলোয়াড়, স্টাফ ও ভক্তদের দেখভাল করার জন্য সেরা অবস্থানে আছে। '

ওআ/