দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রে জেমস, শো করলেন ২৬টি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩


দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রে জেমস, শো করলেন ২৬টি
ছবি: সংগৃহীত

নগরবাউল জেমস দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রে গানের জন্য সফরে গেলেন। তবে  ৮টি শোয়ের প্ল্যান করে গেলেও নগরাবাউলের তুমুল চাহিদার কারণে শোয়ের সংখ্যা বেড়ে গিয়ে ঠেকেছে ২৬টিতে। স্বাভাবিকভাবেই দেশের সেরা রকস্টারকে পেয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের আয়োজকরা আগ্রহী হয়ে ওঠেন তাকে নিয়ে শোয়ের আয়োজন করার জন্য। এর ভেতরে জেমসকে নিয়ে সর্বাধিক শোয়ের আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আয়োজক আলমগীর খান 



আয়োজক বলেন, ‘আমার মতে, জেমসের মতো তারকা আমাদের দেশে হাজার বছরে একজন আসে। কয়েক প্রজন্মকে ধরে রেখে একটানা দর্শকদের উন্মাতাল করার শক্তি সবার থাকে না, যা বিরলভাবে রয়েছে রকলিজেন্ড জেমস ভাইয়ের ভেতরে।এবার দীর্ঘ সময় তাকে পেয়েছি বলে তার সাথে কনসার্টের বাইরে নানা বিষয়ে আলাপের সুযোগ হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে এর আগেও তার সাথে আমার শো করা হয়েছে। প্রতিবারই যেন একজন জেমস ভাইকে নতুন করে আবিষ্কার করি।’


 আলমগীর খান আলম বলেন, ‘জেমস ভাইয়ের সবচেয়ে বড় গুণ হলো তিনি অন্য কারও সম্পর্কে কোনো ধরনের চর্চা করেন না। আমাদের শিল্পী সমাজে যা সত্যিই বিরল। তিনি নিবিষ্ট থাকেন তার গান নিয়ে। তাকে রকস্টার যেমন বলি আমরা, তার অন্য নাম হতে পারে সুরের  


জেমস বলেন, ‘আলমগীর ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ দীর্ঘদিনের। তাই দুজনের সমঝোতার জায়গাটাও সুন্দর। একজন শিল্পী ও তার আয়োজকের সাথে মেলবনন্ধনটা সবচেয়ে জরুরি। আমি সবসময় বলে এসেছি আমি আমার শ্রোতা-দর্শকের লোক। এর বাইরে অন্য কিছু ভাবি না। তাই শ্রোতাদের ভালোবাসাই আমাকে ক্লান্ত করে না।’


উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের একাধিক স্টেটে শো ছাড়াও দুটো সম্মাননা গ্রহণ করেন নগরবাউল জেমস। দীর্ঘ অনেকগুলো বছর পর তিনি আড়াল ভেঙে শ্রোতাদের জন্য নতুন গান নিয়েও হাজির হচ্ছেন নিয়মিত।