মুক্তির অপেক্ষায় ফেরদৌসের দুই সিনেমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ২৫শে জুলাই ২০২৩
ফেরদৌস আহমেদের শেষ সিনেমা গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পায় ‘বিউটি সার্কাস’। গত ১০ মাসে দেখা যায়নি তার কোনো সিনেমা। মাঝে কয়েকটি সিনেমার শুটিং ও ফেরদৌস আহমেদের সিনেমারাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন এই নায়ক। অবশেষে পর্দায় ফিরছেন তিনি। আগামী আগস্ট মাসে মুক্তি পাচ্ছে তার জোড়া সিনেমা। একটি ‘মাইক’ অন্যটি ‘১৯৭১ সেইসব দিন’। দুটি সিনেমা নিয়েই বেশ আশাবাদী ফেরদৌস।
তাঁর দুই সিনেমা নিয়ে বলেন, ‘দুটি সিনেমাই দেশের সিনেমা। মাইক সিনেমাতে প্রথমবারের মতো তানভীন সুইটির সঙ্গে জুটি হয়েছি। এখানে আমি কিছুটা অতিথি চরিত্রের মত। এছাড়া ‘১৯৭১ সেই সব দিন’ সরাসরি মুক্তিযুদ্ধের সিনেমা। এখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা শিক্ষকের চরিত্রে অভিনয় করেছি। দুটো ছবিই অসাধারণ। আশা করি মানুষ হলে গিয়ে সিনেমা দুটি দেখবেন।’
এবার ঈদের সিনেমায় এখনও দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো। অনেকেই বলে ঈদ ছাড়া এদেশে সিনেমা চলে না। এমন প্রশ্নের উত্তরে ফেরদৗস বলেন, ‘ আমি কেন, এটার সমীকরণ তো কেউ দিতে পারে না। তবে হ্যাঁ, ঈদের সময় মানুষ একটা উৎসবের মধ্যে থাকে তাই সিনেমা হলে যাওয়ার সুযোগটা বেশি তৈরি হয়। ঈদের পর মুক্তি পেলে সিনেমা চলবে না সেটা আমার মনে হয় না। আমাদের তো কাজ করে ভালো লেগেছে। মানুষের যদি ভালো লেগে যায় তারা অবশ্যই হলে সিনেমা দেখবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রথম শিশুতোষ সিনেমা ‘মাইক’। আগামী ১১ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। এটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। এতে ফেরদৌসের সঙ্গে জুটি হয়েছেন অভিনেত্রী তানভীন সুইটি। এছাড়াও তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভুঁইয়া, খোন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিত।
অন্যদিকে অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হকের নির্মিত প্রথম সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’ আগামী ১৮ আগস্ট মুক্তি পাবে। সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়ে এই সিনেমার গল্প। ফেরদৌস ছাড়াও এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ।
বর্তমনে মুক্তির অপেক্ষায় আছে ফেরদৌসের ‘মানিকের লাল কাকড়া’, ‘দাম পাড়া’, ‘দখিন দুয়ার’, ‘আহারে জীবন’, ‘হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি’, ‘যদি আরেকটু সময় পেতাম’ ও ‘সুজন মাঝি’ নামের ৭টি সিনেমা।
নিজের গতিতেই সারাজীবন কাজ করে যেতে চান এই নায়ক। চারিত্রাভিনেতা হিসেবে কখনো করবেন না বলেও সাফ জানিয়ে দিলেন ফেরদৌস। তার ভাষ্য, ‘নায়ক চরিত্রে ক্যারিয়ার শুরু করেছি নায়ক হিসেবেই শেষ করবো। আজীবন নায়ক হিসেবেই থাকতে চাই।’
এখন পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেননি ফেরদৌস। তবে ওটিটিতে কাজের ইচ্ছে আছে তার। ফেরদৌসের কথায়, ‘ওটিটিতে কাজের প্রস্তাব পেয়েছি। সেই চরিত্রগুলো আমার কাছে আকর্ষণীয় প্রস্তাব মনে হয়নি। সেরকম চরিত্র পেলে অবশ্যই কাজ করবো।’