পুলিশের জালে ধরা ভুয়া পরিচালকসহ ৩


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩


পুলিশের জালে ধরা ভুয়া পরিচালকসহ ৩
ছবি: জনবাণী

সিরিয়ালে অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে মহিলাদের সঙ্গে প্রতারণা, সহবাস দায়ে পরিচালকসহ আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 


গ্রেফতার ব্যক্তির নাম ঋতুরাজ হালদার। বাড়ি হাওড়ার ডোমজুরের চামরাইল এলাকায়। 


জানা যায়, মাস আটেক আগে সোশ্যাল মিডিয়ার মারফতে অভিযোগকারী তরুণীর সঙ্গে আলাপ আলোচনা হয় ঋতুরাজের। অভিযোগ, নিজেকে চিত্র পরিচালক বলে পরিচয় দেন ওই যুবক। শুধু তাই নয়, সিরিয়ালের অভিনয়ের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে ওই তরুণীর সঙ্গে। সম্পর্কে এতটাই ঘনিষ্ট হয়ে ওঠে যে, হাওড়াই একটি ফ্ল‍্যাট ভাড়া নিয়ে একসঙ্গে থাকতে ও শুরু করেন দুজনে। কিন্তু দীর্ঘদিন মেলামেশার ও অপেক্ষার পরে ও অভিনয়ের সঙ্গ পাননি বলে অভিযোগ। 


আরও পড়ুন: লেক থেকে বারাক ওবামার বাবুর্চির মরদেহ উদ্ধার


উল্টে খোঁজ নিয়ে অভিযোগকারিনী জানতে পারেন; একই কায়দায় আরও অনেক মহিলার সঙ্গে নাকি প্রতারণা করেছেন ঋতুরাজ। এরপর যখন প্রতিবাদ করেন, তখন নাকি মারধর করা হয় ওই তরুণীকে। শেষপর্যন্ত বালি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অভিযুক্ত ঋতুরাজ হালদার সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ঋতুরাজ।


পুলিশ সূত্রে খবর, এর আগে অভিনয়ের সুযোগ দেওয়ার নামে ১৭ জন মহিলার সঙ্গে প্রতারণা করেছেন তিনি।


জেবি/এস্নি