ধর্ষণের অভিযোগে এএসপি সোহেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩


ধর্ষণের অভিযোগে এএসপি সোহেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফাইল ছবি

সরকারি কর্মকর্তাকে ধর্ষণের অভিযোগের মামলায় সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল উদ্দীন প্রিন্সের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।


মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকার ৬ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আল মামুন এ আদেশ দেন।


এর আগে আজ আদালতে সোহেলের বিরুদ্ধে মামলার বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।


বাদী পক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: ঘটকের ধর্ষণে অন্তঃসত্ত্বা নববধু


মামলা হওয়ার পর থেকে সোহেল উদ্দিন প্রিন্স বরখাস্ত। তিনি ৩৬তম বিসিএস পরীক্ষার মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দেন।


২০২২ সালের ২৩ নভেম্বর সোহেল উদ্দীন প্রিন্সের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ঢাকার আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। এরপর আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে সোহেল উদ্দীন প্রিন্সের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়েছে।


জেবি/ আরএইচ/