ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত, তবে বেলারুশে নয়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ইউক্রেনের
সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করার জন্য বেলারুশে পৌঁছেছে রুশ প্রতিনিধি দল। কিন্তু
বেলারুশে আলোচনা করতে রাজি নয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের
প্রেসিডেন্ট বলেছেন, তার দেশ রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য প্রস্তুত, তবে বেলারুশে
নয়। খবর বিবিসি’র।
রবিবার
(২৭ ফেব্রুয়ারি) রয়টার্স জানায়, ইউক্রেনে হামলায় রাশিয়ার সঙ্গে মিনস্ক নিজেই জড়িত বলে
তিনি তা প্রত্যাখান করেছেন।
জেলেনস্কি
বলেন, মিনস্ক সম্ভাব্য স্থান হতে পারত যদি রাশিয়া বেলারুশীয় ভূখণ্ড থেকে ইউক্রেন আক্রমণ
না করত। তবে বেলারুশ ছাড়া অন্য কোনো স্থানে আলোচনা সম্ভব।
ইউক্রেনের
প্রেসিডেন্ট বলেন, অবশ্যই আমরা শান্তি চাই, আমরা মিলিত হতে চাই, যুদ্ধের অবসান চাই।
ওয়ারশ, ব্রাতিস্লাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল, বাকুতে আলোচনা হতে পারে।
এদিকে
জেলেনস্কির এমন বার্তার কিছুক্ষণ আগেই প্রেসিডেন্ট পুতিনের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে,
দেশটির এক প্রতিনিধি দল বেলারুশে পৌঁছেছে। তারা সেখানে গোমেল শহরে ইউক্রেনীয় কর্মকর্তাদের
সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে
যুদ্ধের চতুর্থ দিনেও ইউক্রেনে তুমুল লড়াই চলছে। রুশ সেনারা ইউক্রেনের একটি প্রাকৃতিক
গ্যাস পাইপলাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একইসঙ্গে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর
নোভা কাকোভকা নিজেদের করে নিয়েছে রাশিয়ার বাহিনী।
উল্লেখ্য,
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক
মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন
ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ১৯৮ বেসামরিক নাগরিক নিহত
হয়েছেন। আহত হয়েছেন ৩৩ শিশুসহ ১ হাজার ১১৫ জন।
এ
ছাড়া রাশিয়ার সাড়ে ৩ হাজার সৈন্য নিহত এবং ২০০ জনকে বন্দি করা হয়েছে বলে জানিয়েছেন
ইউক্রেনের সামরিক বাহিনী।
ওআ/