ব্যক্তিগত প্রশ্নের উত্তর আমি দেব না : মিথিলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩
সেরা অভিনেত্রী হিসেবে ‘বাংলাদেশ এচিভারস অ্যাওয়ার্ড ২০২৩’ পুরস্কার পেয়েছেন জনপ্রিয় তারকা রাফিয়াথ রশিদ মিথিলা। ‘মাই শেলফ অ্যালন স্বপন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্যই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে তাকে।
মঙ্গলবার (২৫ জুলাই) নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করে সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন মিথিলা। অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ব্যক্তিগত কোনো প্রশ্নের উত্তর দেবেন না বলে জানান মিথিলা।
অভিনেত্রী বলেন, এ বছর আমার একটাই কাজ রিলিজ হয়েছে ওয়েব সিরিজ ‘মাই শেলফ অ্যালন স্বপন’। সিরিজটিতে আমি শায়লা চরিত্রে অভিনয় করেছি। আমার মনে হয়, এখন পর্যন্ত যতগুলো কাজ করেছি আমি, তার মধ্যে এটা আমার বেষ্ট কাজ। সিরিজটিতে একদমই ভিন্ন একটি চরিত্রে কাজ করেছি আমি। সেই সঙ্গে চরিত্রটিতে করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন এই অভিনেত্রী।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালের এক পর্যায় ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করতে চাইলে তিনি কোনো উত্তরই দেবেন না বলে জানান মিথিলা। তিনি বলেন, ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করলে কোনো উত্তরই দিব না আমি।