ডিবি কার্যালয়ে যাবে ‘সুড়ঙ্গ’ টিম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩
ঈদে মুক্তি পাওয়া কয়েকটি সিনেমার মধ্যে সুরঙ্গ অন্যতম ভাবে সফলতা পেয়েছে। দেশ ছেড়ে বিদেশেও সফলতার মধ্যমে চলছে এই সিনেমা টি। তবে আবার পুরো সিনেমাই ফাঁস হয়েছে অনলাইনে।
একাধিক সাইটে পুরো সিনেমাটির হল প্রিন্ট দেখা যাচ্ছে বিনা মূল্যে। শুধু মুভি-সিরিজ ডাউন লোড ওয়েবসাইটে নয়, ইউটিউবেও ছড়িয়ে পড়েছে ‘সুড়ঙ্গ’র অসংখ্য কপি। তবে এটা সরানোর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান।
এই বিষয়ে রায়হান রাফী জানান, কপিরাইট ক্লেইমের মাধ্যমে এরই মধ্যে ইউটিউবের সব কপি বন্ধ করা হয়েছে। তবে ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে এখনো রয়ে গেছে কিছু কপি। সেগুলো ব্লক করার বিষয়ে কাজ চলছে।
এরই মধ্যে বুধবার (২৬ জুলাই) রাতে ‘সুড়ঙ্গ’ টিম থেকে জানানো হয়েছে, আজ (২৭ জুলাই) বৃহস্পতিবার বিকেল তিনটায় অভিযোগ করতে ডিবি কার্যালয়ে যাবে আফরান নিশোসহ ‘সুড়ঙ্গ’ টিম।