এবার কারাবন্দি থেকে গৃহবন্দি সু চি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩


এবার কারাবন্দি থেকে গৃহবন্দি  সু চি
অং সান সু চি

অবশেষে কারাগার থেকে বের হতে পেরেছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি। তবে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে জানা গেছে।


এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর গ্রেফতার করা হয় অং সান সু চিকে। একাধিক মামলায় ৭৮ বছর বয়সী সু চির ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। 


কারাসূত্রে জানা গেছে, কারাগার থেকে সোমবার সু চিকে রাজধানী নেপিদুর একটি সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে।


আরও পড়ুন: ২০ বছর পর এই প্রথম এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে সিঙ্গাপুর


এদিকে, কারাগার থেকে সু চির স্থানান্তরের বিষয়ে সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। তবে গৃহবন্দী করার বিষয়টি সামরিক কর্তৃপক্ষের একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে।


আরও পড়ুন: ১০০ রুপির কয়েন আনছে ভারত জানালেন মোদি


সু চি অসুস্থ বলে গুজব ছিল। তবে সামরিক বাহিনী এসবকথা অস্বীকার করেছে। চলতি সপ্তাহের শুরুর দিকে কারাসূত্র জানিয়েছিল, সু চি সুস্থ আছেন।


থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এ মাসে কারাগারে সু চিকে দেখতে গিয়েছিলেন। তবে তিনি আর বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেননি। সূত্র: বিবিসি


জেবি/এসবি