Logo

সন্তানদের প্রতি আরও মনোযোগ দিতে হবে অভিভাবকদের বললেন প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জুলাই, ২০২৩, ২৩:৫৮
34Shares
সন্তানদের প্রতি আরও মনোযোগ দিতে হবে অভিভাবকদের বললেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

আপনার বাচ্চাদের অন্য ব্যক্তির বাচ্চাদের সঙ্গে তুলনা করবেন না বরং তাদের যোগ্যতা অনুযায়ী তাদের দক্ষতা বিকাশ করতে দিন

বিজ্ঞাপন

শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্তানদের প্রতি আরও মনোযোগ দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যোগ্যতা অনুযায়ী বাচ্চাদের দক্ষতা বিকাশে সহায়তা করতে পারে।

শুক্রবার (২৮ জুলাই) সকালে সরকারি বাসভবন গণভবনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা-২০২৩-এর ফলাফল উন্মোচনকালে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

অভিভাবকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনার বাচ্চাদের অন্য ব্যক্তির বাচ্চাদের সঙ্গে তুলনা করবেন না। বরং তাদের যোগ্যতা অনুযায়ী তাদের দক্ষতা বিকাশ করতে দিন।’

বিজ্ঞাপন

পরীক্ষায় অকৃতকার্য হওয়া সন্তানদের পড়ালেখায় মনোযোগী করতে অভিভাবকদের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘তাদের তিরস্কার করবেন না, বরং তাদের আরও স্নেহ এবং ভালোবাসা দিন যাতে তারা পড়াশোনায় মনোযোগ দেয়।’

বিজ্ঞাপন

শিক্ষা এমন একটি সম্পদ যা কেড়ে নেওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, ‘এটা (শিক্ষা) সবসময় প্রয়োজন হবে। তাই শিক্ষার প্রতি আপনাদের (অভিভাবকদের) আরও আন্তরিক হতে হবে। আমি অনুরোধ করছি, আপনার সন্তানরা কোথায় যায় এবং তারা কী করে সেদিকে মনোযোগ দিন।’

বিজ্ঞাপন

শেখ হাসিনা এবারের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের আগামী বছরের জন্য নিজেদের প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি ব্যর্থ ছাত্রদের বলব যে হতাশ হওয়ার কিছু নেই। হতাশা মানুষকে বেশি কষ্ট দেয়। বরং, আমি আশা করি ভবিষ্যতে আরও ভালো উপায়ে সফল হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো।’

তোমরা (অকৃতকার্য ছাত্র) যদি একটু মনোযোগ সহকারে পড়াশোনা করো তবে ভালো ফলাফল পেতে পার,’ বলেন তিনি।

বিজ্ঞাপন

অকৃতকার্য শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে ভালো ফলাফল করতে পারে সেদিকে শিক্ষকদের আরও মনোযোগী হতে বলেছেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা তাদের বিশ্বের সঙ্গে আপডেট থাকার মাধ্যমে নিজেদের যোগ্য করে তোলার পরামর্শ দেন।

শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এখন আমাদের শিক্ষার মান আরও উন্নত করতে হবে এবং আমাদের শিশুরা যাতে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সে ব্যবস্থা নিতে হবে।’

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD