সড়কে হাতেগোনা বাস-রিকশা চললেও নেই ব্যক্তিগত যানবাহন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৩


সড়কে হাতেগোনা বাস-রিকশা চললেও নেই ব্যক্তিগত যানবাহন
ছবি: সংগৃহীত

রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সংগঠনের ও নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে করে ফাঁকা হয়ে গেছে নগরীর সড়কগুলো। সড়কে কিছু সংখ্যক বাস-রিকশা চললেও নেই ব্যক্তিগত গাড়ির ভিড়।


শুক্রবার (২৭ জুলাই) রাজধানীর পল্টন ঘুরে এ চিত্র দেখা গেছে।


যাত্রাবাড়ী, গুলিস্তান, কাকরাইল, গাবতলী, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় যান চলাচল খুবই কম। তবে রিকশা, মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।


এদিকে আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে দুপুর পর্যন্ত হাইকোর্ট, গুলিস্তান ও পল্টন এলাকায় বিভিন্ন রুটের অল্প কিছু বাস ছাড়া সড়কে আর কোনো যানবাহন দেখা যায়নি।


আরও পড়ুন: বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মহাসড়কে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী


গাবতলী, শ্যামলী, কলেজগেট, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকা ঘুরে সড়কের ফাঁকা চিত্র দেখা গেছে। গাড়ির চাপ নেই। মানুষও তেমন নেই।


শিক্ষা ভবনের মোড়ের দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সাইদুর রহমান সাংবাদিকদেরকে জানান, আজ সাপ্তাহিক ছুটির দিন। এর পাশাপাশি বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশ। ফলে সকাল থেকে গাড়ি চলাচল খুবই কম।


জেবি/ আরএইচ/