আমান-গয়েশ্বর আটক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৩
পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। এদিকে, গাবতলীতে অবস্থান কর্মসূচির প্রস্তুতিকালে বাধার মুখে পড়েছে বিএনপি।
শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার পরে গাবতলী বাস টার্মিনাল খালেক সেন্টারে সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের নেতৃত্বে মিছিল এগোতে চাইলে দলটির কয়েকজনকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াল আ.লীগ
এসময় আমানকে পুলিশ সরে যেতে বললেও তিনি নেতাকর্মীদের নিয়ে খালেক সেন্টারে সামনে অবস্থান নেন। পরে অতিরিক্ত পুলিশ এসে আমানকে নিয়ে টানাহেঁচড়া শুরু করে। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে মাথায় পানি দিয়ে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় তাকে।
আরও পড়ুন: রাজধানীর সব প্রবেশমুখে কঠোর অবস্থানে পুলিশ
অন্যদিকে, রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ চলাকালে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল সামাদ আজাদসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
জেবি/এসবি