ধোলাইখাল সড়ক পুলিশের নিয়ন্ত্রণে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৩


ধোলাইখাল সড়ক পুলিশের নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর ধোলাইখাল মোড়ে প্রায় ১ ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর সড়কটি নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। বিএনপি নেতাকর্মীরাও সড়ক ছেড়ে সরে গেছেন। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে।


গয়েশ্বর চন্দ্র রায়কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের লালবাগ জোনের ডিসি জাফর হোসেন।


বিএনপির অবস্থান কর্মসূচি কেন্দ্র করে শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।


আরও পড়ুন: রাজধানীতে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে


এর আগে রাজধানীর নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখ) মোড়ে বিএনপি অবস্থান নেওয়ার কথা থাকলেও এর বদলে ধোলাইখাল মোড়ে অবস্থান নেয় দলটি। এদিনএই মোড়ে বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা।


আরও পড়ুন: আমান-গয়েশ্বর আটক


বিএনপির অবস্থান কর্মসূচি কেন্দ্র করে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জবাবে ইট-পাটকেল ছোড়েন অবস্থানকারীরা।


জেবি/এসবি