কলকাতায় ২৫ বছর আগের স্মৃতিতে কাতর ফেরদৌস
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৩
চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ক্যারিয়ারে অন্যতম সেরা সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। কলকাতার নির্মাতা বাসু চাটার্জী পরিচালিত এই সিনেমা মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। এরপর কেটে গেছে ২৫ বছর। এত বছর পর এসেও ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার স্মৃতিতে কাতর হলেন ফেরদৌস।
কলকাতার ঐতিহ্যবাহী নন্দনে শুরু হয়েছে ‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গেছেন ফেরদৌস। শনিবার কলকাতা টার্ফ ক্লাব, রেস কোর্সে গিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন ফেরদৌস।
তিনি বলেন, ‘কলকাতা টার্ফ ক্লাব, রেস কোর্স, আমার অত্যন্ত আবেগ-অনুভূতির একটি স্থান। এখানে ২৫ বছর আগে ‘হটাৎ বৃষ্টি’ সিনেমার ‘আমি জানতাম জানতাম আসবে’ গানের শুটিং করি। আজ এখানে এসে খুব ভালো লাগছে। মনে হচ্ছে ২৫ বছর আগে ফিরে গেছি।’
তবে মজার বিষয় হল, সেই ভিডিওর কারিগর ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। সেই ভিডিওতে তাকেও ধন্যবাদ দিতে ভুললেন না তিনি। বললেন, ‘আমার প্রিয় বন্ধু পূর্ণিমা আমাকে ক্যামেরা অপারেট করে সহযোগিতা করে। ধন্যবাদ পূর্ণিমা।’
ফেরদৌস ছাড়াও ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় অভিনয় করেছেন পিয়াংকা ত্রিবেদী, রাইসুল ইসলাম আসাদ, মনোজ মিত্র, শ্রীলেখা মিত্র, জুন মালিয়া, শাহীন আলম, অমল বোস প্রমুখ।