আবারও মা হতে যাচ্ছেন মাহিয়া মাহি!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৩
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। তার পুত্রসন্তানের বয়স সবে চার মাস। মাঝখানে শোনা গিয়েছিল, শিগগিরই ফিরবেন চলচ্চিত্রে। এজন্য নিয়মিত করছেন শারীরিক ব্যায়াম।
তবে গুঞ্জন উঠেছে দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন মাহিয়া মাহি! এমন গুঞ্জন চাউর হয়েছে মূলত এ নায়িকার সাম্প্রতিক একটি ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে। যেখানে তিনি লিখেছেন, ‘আমি তুমি আর আমাদের ২টা ফুল।
রহস্যময় এই স্ট্যাটাসের ব্যাখ্যায় অনেকেই ভাবছেন, মাহি সম্ভবত নিজেকে, তার স্বামী রকিব সরকার, ছেলে ফারিশ এবং অনাগত সন্তানের কথাই বুঝিয়েছেন। যদিও কোনোকিছুই খোলাসা করেননি তিনি। এ ব্যাপারে রহস্য উসকে দিয়ে মুখে কুলুপ এঁটেছেন নায়িকা।
ঘটনা যা-ই হোক, কমেন্টের ঘরে শুভকামনা জানাতে ভুলছেন না মাহির সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। পোস্টের নিচে মন্তব্য করেছেন চিত্রনায়িকা জাহারা মিতু। তিনি লিখেছেন, ‘যা ভাবছি তাই যদি হয় তাহলে অভিনন্দন।’ উত্তরে রহস্য জিইয়ে রেখে শুধু একটি ইমোজি রেখে গেছেন মাহি। ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার মন্তব্য, ‘মাশাল্লাহ, অভিনন্দন। একসঙ্গে দুজনকে দেখতে আসব।’
প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবাইকে মা হতে যাওয়ার সুসংবাদ দেন তিনি। গত ২৮ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।