বিয়ের এক বছরের মাথায় বাবা হলেন পলাশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৩
ছোট পর্দার জনপ্রিয় মুখ জিয়াউল হক পলাশ সোশ্যাল হ্যান্ডেলে এক শব্দে একটি স্ট্যাটাস দিলেন তিনি। শব্দটা হলো- ‘আলহামদুলিল্লাহ্’। চেক-ইনে দেওয়া আছে একটি হাসপাতালের নাম।
রবিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে পলাশ নিজের ফেসবুকে এই লেখা লেখেন।
এটা দেখেই অনেকে অন্তরালের বিষয়টি আঁচ করে নিয়েছেন। এ সময় এক গণমাধ্যমকে জানান তিনি বাবা হয়েছেন।
বিয়ের এক বছরের গোড়ায় এসে পলাশের ঘরে নতুন অতিথি এলো। রবিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯ টায় তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন। পুত্র ও স্ত্রী দুজনেই সুস্থ রয়েছেন বলে জানালেন পলাশ।
সুখবরের সঙ্গে একটি স্পষ্ট বার্তাও দিলেন পলাশ। বিয়ের খবরটা গেলো বছরের ডিসেম্বরে সামনে এনেছেন তিনি। এ কারণে অনেকে বাবা হওয়ার সময়টুকু নিয়ে নেতিবাচক প্রশ্ন তুলছে! বিষয়টি নিয়ে পলাশের ভাষ্য, ‘আমরা বিয়েটা করেছি কিন্তু গত বছরের আগস্টে। তবে সেটা প্রকাশ করেছি ডিসেম্বরে। সুতরাং যারা ভাবছেন যে, বছর না ঘুরতেই বাবা হয়েছি, তারা ভুল ভাবছেন।
প্রসঙ্গত, পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। পাশাপাশি একটি প্রতিষ্ঠানেও কর্মরত আছেন। আগে থেকেই দুজনের মধ্যে পারিবারিক পরিচয় ছিল। পরে ভালোবাসার নানা ধাপ পেরিয়ে তারা বিয়ে করেছেন।