নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পাবে অক্টোবরে


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৩


নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পাবে অক্টোবরে
ছবি : সংগৃহীত

বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ সিনেমা মুক্তি পেয়েছে গেল ঈদে। সিনেমাটি ঈদের দিন থেকেই দর্শকের মধ্যে বেশ আলোচনায় ছিল। 


রবিবার (৩০ জুলাই) বিকালে সিনেমাটি কলকাতায় নন্দনের ৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। এরই মধ্যে পরিচালক জানালেন নতুন খবর। তার নির্মিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন।


এরই মধ্যে ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটির পোস্টার প্রকাশ করেছে। সরকারি অনুদান প্রাপ্ত ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটিতে জুটি বেঁধেছেন অভিনেতা নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। 


এ বিষয়ে বন্ধন বিশ্বাস বলেন, অক্টোবরে যে কোনো শুক্রবারে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেবো। ঢাকাই গিয়ে সিনেমাটির তারিখ জানাতে পারব। ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করেছি।


তিনি আরও বলেন, ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে নির্মাণ করেছি। সিনেমাপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা তা পূরণে সক্ষম হবো বলে মনে করি। মোট কথা দর্শক ভিন্ন ধরনের অন্যরকম একটা গল্প শিগগিরই দেখবেন বড় পর্দায়।


এ সিনেমায় নিরব-অপু ছাড়া আরও অভিনয় করছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম মিঠু।