মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন নির্মাতা ফারুকী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩
দীর্ঘদিন ধরে নির্মাতা মোস্তফা সরয়ার ফাকীর কোন কাজ দেখা যাচ্ছে না। বিরতি ভেঙে এবার তিনি ফিরছেন ‘ভালোবাসার মন্ত্রণালয়’ নিয়ে। যেখানে থাকবেন এক ডজন মন্ত্রী।
জানা গেছে, ফারুকীর তত্ত্বাবধানে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য ১২টি সিনেমা বানানো হয়েছে। আর পুরো প্রজেক্টের নাম রাখা হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’ (ভালোবাসার মন্ত্রণালয়)। যেগুলো নির্মাণ করেছেন ১২ জন নির্মাতা। মূলত, সেই খবরটিই ভিন্ন মোড়কে প্রকাশ করা হবে আগামী ৩ আগস্ট।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় হোটেল শেরাটনে হতে যাচ্ছে এই মন্ত্রীদের শপথ আনুষ্ঠানিকতাও। শপথবাক্য পাঠ করাবেন ফারুকী নিজেই। খবরটি নিশ্চিত করেছেন চরকি’র সিইও রেদওয়ান রনি।
তিনি বলেন, ‘এখনই আমরা এই মন্ত্রণালয় নিয়ে মুখ খুলছি না। আগে মন্ত্রীদের শপথ অনুষ্ঠান। তারপর সব জানানো হবে। এটুকু বলছি, মোস্তফা সরয়ার ফারুকীর প্ররোচনায় ১২টি সিনেমার নতুন মন্ত্রণালয় গঠিত হয়েছে। ১২ জন মন্ত্রী মহোদয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত।’
জানা গেছে, শপথ আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই সিনেমাগুলো প্রদর্শিত হবে চরকিতে।