জবির মুক্তমঞ্চে আসছে সৈয়দ ওয়ালিউল্লাহ'র ‘উজানে মৃত্যু’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩


জবির মুক্তমঞ্চে আসছে সৈয়দ ওয়ালিউল্লাহ'র ‘উজানে মৃত্যু’
ছবি: সংগৃহীত

কালজয়ী লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ’র লেখা সর্বশেষ নাটক উজানে মৃত্যু মঞ্চস্থ হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থীরা নাটকটি মঞ্চস্থ করতে যাচ্ছেন। 


বুধবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টা ও বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৮টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মঞ্চায়িত হবে নাটকটি।


আরও পড়ুন: জবিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের মানববন্ধন


নাটকটির প্রযোজনায় থাকা নাট্যকলা বিভাগের চেয়ারম্যান শামস শাহরিয়ার কবির বলেন, ‘ উজানে মৃত্যু’ সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত সবশেষ নাটক। তিনটি প্রতীকী চরিত্রের অস্তিত্বহীন অনিশ্চিত গন্তব্যের পরিক্রমায় মানবজীবনের প্রকৃত সত্যের সন্ধান নিয়ে নাটকটি। এখানে অস্তিত্বহীন মানবজীবন ও তার সংগ্রামকে তুলে ধরা হয়েছে।


আরও পড়ুন: বাণী ভবনের মন্দিরে পূজার অনুমতি চায় জবি শিক্ষার্থীরা


উল্লেখ্য, সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘উজানে মৃত্যু’ বাংলা সাহিত্যে এক বিরল সৃষ্টি। ‘বহিপীর’ নাটকের মাধ্যমে নাট্য জগতে পা রাখা সৈয়দ ওয়ালী উল্লাহ ‘উজানে মৃত্যু’ নাটকে গিয়ে ইতি টানেন। এর আগে তিনি রচনা করেন ‘তরঙ্গ ভঙ্গ’ ও ‘সুড়ঙ্গ পেরিয়ে’ নাটক।


জেবি/এসবি