ছেলে বীরকে ব্যারিস্টার বানাতে চান বুবলী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীর। এই দুই তারকার মধ্যকার সম্পর্ক বর্তমানে খুব একটা ভালো না থাকায় মায়ের সঙ্গেই রয়েছেন বীর। বলা যায়, বুবলীই ছেলের সব দায়িত্ব পালন করেন।
এদিকে মাঝে মাঝেই বুবলীকে বলতে শোনা যায়, বীরের বাবা তিনি, মাও তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী জানান, ছেলেকে আইন পেশায় দেখতে চান এই অভিনেত্রী।
তিনি বলেন, “বীর তো এখনও অনেক ছোট। তার বয়স সবে তিন বছর হলো। আমি চাই সে খুব সাধারণভাবেই বেড়ে উঠুক। বড় হয়ে সে কী হবে, সেটা তার ব্যাপার। তবে মা হিসেবে আমার চাওয়া থাকবে সে একজন ব্যারিস্টার হোক। আইন পেশায় নিজেকে নিযুক্ত করুক।”
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে শাকিবের সঙ্গে যেভাবে কাটিয়েছেন অপু বিশ্বাস
বুবলী আরও বলেন, “আমি দুই বছর এলএলবি করেছি, কিন্তু শেষ করতে পারিনি। আমার কাজের একটা প্রেসার ছিল। তাই মা হিসেবে চাই, আমি যেটা শেষ করতে পারিনি সেটা বীর সম্পন্ন করুক।”
আরও পড়ুন: কেন কাঁদলেন শাকিব খান?
তবে ছেলের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে নারাজ বুবলী। আগে বুঝতে চেষ্টা করব কিসের উপরে ছেলের বেশি আগ্রহ। তারপর সেভাবেই পথ চলবেন এই বুবলী।
জেবি/এসবি