পাকিস্তান থেকে ভারতে আসা সীমা সিনেমার পর্দায়!
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৩
প্রেমের টানে পাকিস্তান থেকে ভারতে আসা পাক নাগরিক সীমা হায়দার এবার অভিনয় করবেন বলিউডের ছবিতে। সম্প্রতি সীমা এবং তাঁর প্রেমিক শচীনকে অভিনয়ের প্রস্তাব দিতে তাঁদের সঙ্গে সাক্ষাত করেন প্রযোজক ও পরিচালক।
গেরুয়া রঙের চাদর জড়িয়ে সীমাকে অডিশনের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেন চলচ্চিত্র পরিচালক। সীমা ও চলচ্চিত্র পরিচালকের পা ছুঁড়ে প্রনাম করেন।
ছবির পরিচালক জয়ন্ত সিনহা এবং ভারত সিং সীমার অডিশন নিয়ে ছিলেন। এরপরই তাঁকে অভিনয়ের জন্য নির্বাচিত করা হয়।
প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, সিনেমার নাম " অ্যা টেলর মার্ডার স্টোরি"। উদয়পুরের কানাইয়া লাল নামক এক জামা কাপড় সেলাই করার পেশার সঙ্গে যুক্ত যুবকের খুন, যা ঘিরে দেশজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। তার উপর ভিত্তি করে এই সিনেমা তৈরি করা হচ্ছে।
প্রযোজনা সংস্থা সূত্রে আরও জানা যায়, সীমা যদি রাজি হন, তাঁকে ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্টের ভূমিকায় দেখা যাবে। কিন্তু পুলিশের সন্দেহ, পাকিস্তান থেকে পালিয়ে আসা সীমা আইএসআই এজেন্ট।
সূত্রে খবর, উত্তরপ্রদেশ এটিএসের তরফে রিপোর্ট জমা দেওয়ার পরই সীমা হায়দরকে নিয়ে সিনেমা তৈরির কাজ শুরু হতে পারে।
আরএক্স/