মান্নার মৃত্যু মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে হাইকোর্টে তার স্ত্রী শেলী


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩


মান্নার মৃত্যু মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে হাইকোর্টে তার স্ত্রী শেলী
সংবাদ সম্মেলনে এস এম আসলাম তালুকদার মান্নার স্ত্রী শেলী কাদের

চিকিৎসাধীন অবস্থায় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন ঢালিউডের দাপুটে অভিনেতা এস এম আসলাম তালুকদার মান্না। তার মৃত্যু ঘটনায় ২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর ছয় চিকিৎসকের বিরুদ্ধে মামলা করে মান্নার পরিবার।


এবার সেই মামলার দ্রুত নিস্পত্তি করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছেন তার স্ত্রী শেলী কাদের। রবিবার (৬ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলন করেন তিনি। 


আরও পড়ুন: হঠাৎ ফতুল্লা থানায় চিত্রনায়িকা অপু বিশ্বাস


জানা যায়, বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে মামলাটির কার্যক্রম স্থগিত রয়েছে। ফলে মান্নার মৃত্যুর ১৩ বছর পেরিয়ে গেলেও নিষ্পত্তি হয়নি মামলাটি।


আরও পড়ুন: গোপনে বিয়ে করেছেন রাশমিকা, পাত্র কে?


সংবাদ সম্মেলনে মান্নার স্ত্রী বলেন, “২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে মামলা করেছি। এখনও নিষ্পত্তি হয়নি। আমি মান্না হত্যার বিচার চাই। ন্যায় বিচার চাই। মান্না হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।”


জেবি/এসবি