কেন ডিবি কার্যালয়ে অপু বিশ্বাস?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩
হঠাৎ মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। রবিবার (৬ আগস্ট)দুপুর আড়াইটায় তিনি ডিবি প্রধানের কার্যালয়ে যান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাইবার বিষয়ে সহযোগিতার জন্য অপু বিশ্বাস ডিবি কার্যালয়ে এসেছেন।
আরও পড়ুন: মান্নার মৃত্যু মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে হাইকোর্টে তার স্ত্রী শেলী
অপু বিশ্বাসের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, সম্প্রতি কয়েকটি ফেসবুক আইডি ও পেজ থেকে তার সম্পর্কে আপমানজনক ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। এসব ভিডিও প্রস্তুকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন: হঠাৎ ফতুল্লা থানায় চিত্রনায়িকা অপু বিশ্বাস
এর আগে শনিবার (৫ আগস্ট) রাতে হঠাৎ করেই নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় যান এ অভিনেত্রী। এদিন রাত সাড়ে আটটার দিকে তিনি নীরবে থানায় আসেন। বেশ কিছুক্ষণ সেখানে অতিবাহিত করে পরে ৯টার দিকে চলে যান।
জেবি/এসবি