একশ কোটি ডলার আয় করল গ্রেটার ‘বার্বি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:৫৩ পূর্বাহ্ন, ৭ই আগস্ট ২০২৩
গ্রেটা গেরভিগের 'বার্বি' বক্স অফিসে একশ কোটি ডলার আয় করেছে (যা বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার আটশ কোটি টাকা)। যেটা একক নারী পরিচালক হিসাবে রেকর্ড গ্রেটার। ডয়েচে ভেলের প্রতিবেদনে এ খবর জানা গেছে।
সিনেমার পরিবেশক জানায়, বক্স অফিসে সিনেমাটি যে এরকম সাফল্য পাবে তা কেউই ভাবেননি।
ওয়ার্নার ব্রাদার্সের রবিবার (৭ আগস্ট) জানিয়েছে, “আড়াই সপ্তাহের মধ্যেই 'বার্বি' একশ কোটি ডলারের ব্যবসা করে ফেলেছে। তার মধ্যে ৫৪ কোটি ডলারের টিকিট বিক্রি হয়েছে আমেরিকা ও কানাডায়। বাকিটা বিশ্বের অন্য দেশে।”
আরও পড়ুন: কেন ডিবি কার্যালয়ে অপু বিশ্বাস?
সিনেমাটি পরিবেশনার দায়িত্বে থাকা সংস্থার পক্ষ থেকে জেফ গোল্ডস্টেইন ও অ্যান্ডু ক্রিসপ বলেছেন, “আমরা বাক্যহারা। সিনেমাটি এরকম সাফল্য পাবে বলে অতি আশাবাদীরাও ভাবতে পারেননি।”
আরও পড়ুন: মান্নার মৃত্যু মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে হাইকোর্টে তার স্ত্রী শেলী
ছবির নির্মাতা ও সহ-লেখক গ্রেটা গেরভিগ একটা রেকর্ড করে ফেলেছেন। তিনিই প্রথম নারী সিনেমা পরিচালক, যিনি এককভাবে পরিচালনা করে এই সাফল্য পেলেন। এর আগে য়ে নারী পরিচালকরা এই সাফল্য পেয়েছেন, তারা কেউ একা সিনেমাটি পরিচালনা করেননি। সঙ্গে আরো এক বা একাধিক পরিচালক ছিলেন।
জেবি/এসবি