ছেলের নাম পরিবর্তন করলেন পরী!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩
ভালোবেসে বিয়ে করেছিলেন পরীমণি ও রাজ। তাদের সেই ভালোবাসার ঘর আলো করে ২০২২ সালের ১০ আগস্ট আসে রাজ্য। কয়েকদিন পরে তার এক বছর পূর্ণ হবে। এর মধ্যে । এর মধ্যেই রাজ-পরীর দাম্পত্য জীবনে ভাঙন ধরেছে। আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ না হলেও, আলাদা থাকছেন তারা। ভালোবেসে বিয়ে করেছিলেন পরীমণি ও রাজ
বাবার নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম রাখেন শাহীম মুহাম্মদ রাজ্য। কয়েকদিন ধরেই ছেলেকে পদ্ম নামে ডাকছেন। ধারণা করা হচ্ছিল, হয়ত মা হিসেবে আদর করেই এমন নামে ছেলেকে সম্বোধন করেন তিনি।
সোমবার (৭ আগস্ট) ইঙ্গিত পাওয়া গেল, ছেলের নাম বদলেছেন পরীমণি।
আরও পড়ুন: শাকিব-অপুকে নিয়ে ভাববার টাইম নেই: বুবলী
এদিন রাজ্যর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন জাজের প্রযোজক আব্দুল আজিজ। সঙ্গে লেখেন, “আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাআল্লাহ।”
আরও পড়ুন: নতুন প্রেমে দিশা
আজিজের পোস্টে মন্তব্য করে পুত্রের পুরো নাম জানালেন পরী। লিখেছেন— “শাহীম মুহাম্মদ পদ্ম”। এর মাধ্যমে অনেকটা নিশ্চিত করলেন যে, পুত্রকে তিনি ‘রাজ্য’ নয় বরং ‘পদ্ম’ নামেই বড় করতে চাইছেন। যদিও বিষয়টি নিয়ে পরীর কাছ থেকে স্পষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জেবি/এসবি