সৌদিতে এক বছরে সাড়ে ৩ লাখের বেশি বিবাহ বিচ্ছেদ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩


সৌদিতে এক বছরে সাড়ে ৩ লাখের বেশি বিবাহ বিচ্ছেদ
ছবি: সংগৃহীত

সৌদি আরবের গত বছর ২০২২ সালের বিবাহ বিচ্ছেদ নিয়ে সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ করেছে জেনারেল অথরিটি অব স্ট্যাটিস্টিক। ওই প্রতিবেদনে বলা হয়,  ২০২২ সালে সৌদিতে ৩ লাখ ৫০ হাজারের বেশি নারীর বিবাহ বিচ্ছেদ হয়েছে।


প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিবাহ বিচ্ছেদ হওয়া ৫৪ হাজার নারীর বয়স ৩০ থেকে ৩৪ বছর। তাছাড়া ৩৫ থেকে ৩৯ বছর বয়সী নারীর সংখ্যা ৫৩ হাজার। অপরদিকে ওই বছরে বিধবা নারীদের সংখ্যা ছিল ২ লাখ ৩ হাজার ৪৬৯ জন।


এছাড়া দেশটিতে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা এবং প্রযুক্তিতে নারীদের অবদান কী ধরনের তা দেখার জন্য এই জরিপ পরিচালনা করা হয়। এতে দেখা দেখে সৌদি আরবে ১৫ থেকে ১৯ এবং ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের এসব খাতে অবদান বেশি।


আরও পড়ুন: রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত সবাই


অপরদিকে সৌদি নারীদের কর্মক্ষেত্রেও অংশগ্রহণের সুযোগ বাড়ছে। গত বছরে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার ১৫.৪ শতাংশ। সব মিলিয়ে শ্রম বাজারে নারীদের অংশগ্রহণ ৩৬ শতাংশ বেড়েছে। 


আরও পড়ুন: তৃণমূলের জয়ী প্রার্থীকে গুলি করে হত্যা!


শেয়ারবাজারেও নারীদের অংশগ্রহণ বেড়েছে বেশ। বাজার বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালে সৌদি আরবে শেয়ারবাজারে নারীদের অংশগ্রহণের সংখ্যা ছিল ১৫ লাখ ১৬ হাজার ৯৯৫ জন, যা ২০১৯ এবং ২০২০ সালের তুলনায় অনেক বেশি।


শরীর চর্চায়ও নারীদের অংশ নেওয়ার হার বেড়েছে। দেখা যায়, ১৫ বছর বয়সী নারীদের মধ্যে প্রায় ৩৮.৭ শতাংশ নিয়মিত ৩০ মিনিটের বেশি শরীর চর্চা করে থাকেন।  সূত্র : গালফ নিউজ


জেবি/এসবি