বিপিএলে সাব্বিরের চোখ শিরোপায়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


বিপিএলে সাব্বিরের চোখ শিরোপায়

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলে অনিয়মিত হয়ে গেছেন সাব্বির রহমান। লম্বা সময় ধরেই নেই জাতীয় দলে, সব ফরম্যাট মিলে ২০১৯ সালের পর থেকে। শেষ টেস্ট ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে, ওয়ানডেতে ২০১৯ সালে শ্রীলঙ্কা এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে।

তবে দল পেতে কষ্ট হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফটের 'ডি' ক্যাটাগরিতে থাকা সাব্বির রহমানের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন এই ব্যাটার।

বুধবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আয়োজিত সংবাদ সম্মেলনে সাব্বির জানিয়েছেন, শিরোপা জয়ের জন্যই খেলবেন।

"যেই টিমই হোক না কেন আমাদের, ভালো হোক খারাপ হোক। ইনশাআল্লাহ চেষ্টা করব দলের মধ্যে শতভাগ দেওয়ার এবং ভালো পারফর্ম করার। চেষ্টা করব চ্যাম্পিয়ন হওয়ার জন্য।"

দুই বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ঘরোয়া লিগে খেলছেন নিয়মিত। সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশনের লিজেন্ড অব রুপগঞ্জের হয়ে চলতি বছরের জুনে। ওই টুর্নামেন্টে ১৪ ম্যাচে ১২ ইনিংসে করেছিলেন ২২.৯০ গড়ে ২২৯ রান। স্ট্রাইক রেট ছিল ১০৪.৫৬। ছিল একটা অর্ধশতকের ইনিংস।