ভারী বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত হিমাচল, মৃত্যু বেড়ে ৬৬
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩
একটানা ভারী বর্ষণে কারণে ভূমিধসে বিধ্বস্ত হয়ে চরম দুর্ভোগের শিকার ভারতের হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ড। এ পর্যন্ত মৃত্য বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশ। ভূমিধসের কারনে তছনছ হয়ে গিয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। স্বাধীনতা দিবসে লালকেল্লায় বক্তব্য রাখার সময় হিমাচল ও উত্তরাখন্ডের পরিস্থিতিকে " অকল্পনীয় সংকট " বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের সংবাদ মাধ্যমে বলা হয়েছে, মঙ্গলবার (১৫ আগস্ট ) রাত পর্যন্ত হিমাচল ও উত্তরাখন্ডে ভারী বৃষ্টি ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে শুধু হিমাচলে প্রাণ হারিয়েছেন ৬০ জন। এতে আহত বহু মানুষ।
আরও পড়ুন: মিয়ানমারে পাথর খনিতে ধসে ২৫ মরদেহ উদ্ধার
গত রবিবার (১৩ আগস্ট) থেকে হিমাচলে ভারী বৃষ্টিতে একাধিক জেলায় পরপর ভূমিধসের ঘটনা ঘটে।
আরও পড়ুন: ভারতের বৃন্দাবনে ভেঙে পড়ল বহুতল ভবন, নিহত ৫
মৌসম ভবন জানিয়েছে, শুক্রবার (১৮ আগস্ট ) পর্যন্ত হিমাচলে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে।
অপরদিকে, উত্তরাখন্ডে আরও ৪ দিন ভারী বৃষ্টি হবে। এই পরিস্থিতিতে হিমাচলে সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।
জেবি/এসবি