মান-অভিমান ভুলে আবারও এক সঙ্গে রাজ-পরী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:১৪ পূর্বাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩
নিজেদের সন্তানের কথা ভেবে সকল বিবাদ ভুলে আবারও একসঙ্গে হয়েছেন পরীমণি ও শরিফুল রাজ। বুধবার (১৬ আগস্ট) রাতে রাজ্যকে নিয়ে একসঙ্গে কেক কাটতে দেখা গেল তাদের।
এদিন রাতে গানবাংলার স্টুডিওতে তাপস ও ফারজানা মুন্নীর সঙ্গে দেখা গেল তাদের। তাপসের ফেসবুক পেজ থেকেবিশেষ সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে।
তিনি ক্যাপশনে লিখেছেন, “রাজ্য বাবার জন্মদিন উদযাপন করা হচ্ছে টিএম-এর পক্ষ থেকে।”
আরও পড়ুন: স্বামীকে নিয়ে হানিমুনে তাসনিয়া ফারিণ
প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস ইতোমধ্যে দুটি সিনেমার ঘোষণা দিয়েছে। রায়হান রাফী একটি, অপরটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু।
এসব সিনেমার কোনোটিতে কি রাজ-পরী থাকতে পারে, এমন ইঙ্গিতই কি দিলেন তাপস?
জেবি/এসবি