বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩


বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের
ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট ) এই ঘটনা ঘটেছে  নদিয়ার ধুবুলিয়া থানার বাহাদুরপুর এলাকায়। 


নিহতরা হলেন- দেবাশীষ বিশ্বাস (৩৪), নয়ন সরকার (৩৭) এবং সৌগত কানু (৩১)।  নয়ন কৃষ্ণনগর কোতোয়ালি থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। 


আহতদের উদ্ধার করে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার বেগতিক দেখে চিকিৎসক ৪ জনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব‍্যরত চিকিৎসকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন।


ঘাতক গাড়ি ২ টিকে আটক করেছে পুলিশ। চালক  মদ্যপ অবস্থায় থাকায় নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।


আরও পড়ুন: পার্টিতে না নিয়ে যাওয়ায় প্রেমিকাকে গুলি


পুলিশ জানায়, এদিন গভীর রাতে ৪ বন্ধু নিজস্ব একটি ৪ চাকা গাড়ি করে ঘরতে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার পথে ধুবুলিয়ার বাহাদুরপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে গাড়িটি। বিকট আওয়াজ শুনে ছুটে যান স্থানীয়রা। তারা উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুবুলিয়া থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ২টিকে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ প্রাথমিক ধারণা, ওই ৪ যুবক মদ্যপ অবস্থায় ছিলেন।


জেবি/এসবি