৮০ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হারিকেন ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রে


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ২০শে আগস্ট ২০২৩


৮০ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হারিকেন ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রে
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন ‘হিলারি’। বলা হচ্ছে, ৮০ বছরের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ঝর যা ক্যালিফোর্নিয়াতে আঘাত হানতে যাচ্ছে। খবর বিবিসির।


এটি প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়েছে।  এই হারিকেন ক্রমেই উপকূলের দিকে ধেয়ে আসছে। যুক্তরাষ্ট্র ইতোমাধ্যে এ বন্যায় প্রাণহানির আশঙ্কা করছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস হারিকেন হিলারিকে এখন পর্যন্ত দ্বিতীয় ক্যাটাগরির ঝরের মধ্যে রেখেছে। 


আরও পড়ুন: লাদাখে গাড়ি ছিটকে পড়ে প্রাণ গেল ৯ ভারতীয় সেনার


দেশটির জাতীয় হারিকেন সেন্টারের বার্তায় বলা হয়, সমুদ্রে সৃষ্ট হারিকেনের ফলে শনিবার (১৯ আগস্ট) থেকে বৃষ্টি শুরু হয়েছে। এ ঝড়ের ফলে আগেই মেক্সিকো এবং ক্যালিফোর্নিয়াতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়।


আরও পড়ুন: কানাডায় ভয়াবহ দাবানল: ১৫ হাজার বাড়ি খালি করার নির্দেশ


যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর তার সর্বশেষ বার্তায় জানায়, হারিকেন হিলারি পুন্টা ইউজেনিয়া থেকে ২৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। দ্রুতই এটি উপকূলের দিকে ধেয়ে আসছে।


জেবি/এসবি