ফুলবাড়িয়ায় চলচ্চিত্রের নির্বাচিত শিল্পীদের প্রস্তুতি সভায় শিল্পী ডলি জহুর
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৩
আউয়াল চৌধুরী পরিচালিত আগুনের পাখি চলচ্চিত্রের জন্য ফুলবাড়িয়া থেকে নির্বাচিত অভিনয় শিল্পীদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২২ আগষ্ট) বিকেলে বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত জনপ্রিয় অভিনয় শিল্পী ডলি জহুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এড. মো. ইমদাদুল হক সেলিম।
উক্ত প্রস্তুতি সভা শুভ উদ্বোধক করেন ফুলবাড়িয়া পৌরসভার মেয়র মো. গোলাম কিবরিয়া। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. সাইদুল হক,সঞ্চালনায় আউয়াল চৌধুরী। আরও উপস্থিত ছিলেন আব্দুল কাদের চৌধুরী মুন্না, অভিনয় শিল্পী আবুল মনসুর প্রমুখ।
প্রধান অতিথি অভিনয় শিল্পী ডলি জহুর প্রস্তুতি পর্বে অংশগ্রহণ কারী অভিনয় শিল্পীদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
আরএক্স/